তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে।
কোন ব্যবসায়ী যদি বিগত বছরের কোন কমতি দেখে তাহলে নতুন বছরে নতুন সিদ্ধান্ত নেয় এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
আমাদেরও যদি বিগত বছরে এবাদতের কোন ঘাটতি থেকে থাকে নতুন বছরে নতুন সিদ্ধান্ত নিতে হবে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।
বিগত বছরের পড়ালেখা ও বিভিন্ন ধরনের স্কিল ও যোগ্যতার কমতি থাকলে নতুন বছরে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেকে গড়ে তোলার নতুন নতুন উদ্যোগ ও উপায় অবলম্বন করতে হবে।
